⛹ : Post Man ◔ : 25 April 20 at 02.07 pm ⚑ : Chittagong, Comilla, Monohorgonj Upazila
⛪ : মাতৃভান্ডার, মনোহরপুর, কুমিল্লা (এটাই অরিজিনাল) রসমালাই

মাতৃভান্ডার, মনোহরপুর, কুমিল্লা (এটাই অরিজিনাল) রসমালাই

TK 260

বাটিতে যেটুকু দেখতে পাচ্ছেন সেটুকুই বেড়ে দিছিলো আমাকে রাতের খাবারের পর! ৪ কেজি অরিজিনাল রসমালাই আনিয়ে যদি এটুকু খেতে হয় তাহলে রাগে নাক দিয়ে ড্রাগনের মত আগুন বেরুবে কিনা বলেন?! বিকেলে বাসা থেকে বের হবার সময়ও দেখছি ৪ বাটি আছে ফ্রিজে, রাতে এসে দেখি ১ বাটি! আমার মায়ের এই এক বদ অভ্যাস! বিলাতে বিলাতে নিজের ছেলের পছন্দের কথাও ভুলে যায়! রাগ কোনমতে হজম করে এটুকুই গিললাম রাতের খাবার পর। তারপর শুরু হলো অপেক্ষার পালা; কখন সবাই ঘুমাবে! অবশেষে আসলো সে মাহেন্দ্রক্ষণ! রাত ১১:১৪ তে শেষ লাইট বন্ধ হলো! আরো ১০ মিনিট অপেক্ষা করে বিছানা ছাড়লাম! পা টিপে টিপে মাঝরাতে চৌকাঠ পেরিয়ে ঘর থেকে যেভাবে জোছনা বা শীতের আলিঙ্গন নিতে বেরুতাম বিশ্ববিদ্যালয় জীবনে, ঠিক তেমন সন্তর্পণে ফ্রিজের কাছে যেয়ে ফ্রিজ খুললাম! বাটিটা বের করে ডায়নিং টেবিলে রেখে মুখ খুললাম! মোটামুটি ৪ ভাগের ১ ভাগ তখনো আছে বাটিতে! :D গোগ্রাসে গিলতে লাগলাম! আহা! এ যেন অমৃত! গাল, ঠোঁট, টিশার্ট সব মেখেমুখে গেলো এরমধ্যে হুট করে মা আসলো চুলা থেকে ফুটানো পানির কলস নামাতে! লাইট জ্বালিয়ে দেখে চোরের মত চামচ মুখের কাছে ধরে আছি আমি আর মুখটা খোলা, হাতে রসমালাইয়ের বাটি! ধরা পড়ে গেলাম! মা হায় হায় হায় করে উঠলো! বলেঃ এটুকু জামাইয়ের জন্য রাখছিলাম! সবটুক খাইয়া ফেলছস হারামজাদা!? :( চোরের ধরা পড়ার পরের মুখটা যেমন হয় মুখটা তেমন করে বললামঃ মা, জামাইরে দিয়াই তো আনাইছি! তোমার কি মনে হয় না তোমার জামাই আনতে আনতে প্রতি বাটি থেকে এক পোয়া করে রাস্তাতেই খাইছে!? বাটির মুখ পর্যন্ত কিন্তু ভরা ছিলো না! খেয়াল করছিলা? :P মা কেমন টেনশনে পড়ে গেলো! ;) এই ফাঁকে আমি বাকিটা সাবড়ে দিলাম! আমার মা'টা একদম সোজাসাপ্টা। :) ------ মাতৃভান্ডার, মনোহরপুর, কুমিল্লা (এটাই অরিজিনাল) রসমালাই- ২৬০ টাকা কেজী। স্বাদ- ৯/১০ (মিষ্টি আগের চেয়ে একটু বেশি মনে হলো)